শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:০১ am
নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এবং শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর রত্নগর্ভা মাতা মঞ্জুরা বেগম চৌধুরীর (৮৭) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন রাজশাহীর তানোর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু স্বাক্ষরিত শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুল ইসলাম রনজু, ইমরান হোসাইন, রুহুল আমীন, লুৎফর রহমান, আশরাফুল আলম, সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুগ্নসাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, মাহবুব জুয়েল ও সোহানুল হক পারভেজ, ক্যাশিয়ার সোহেল রানা, প্রেস ও অফিস বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, জেনারেল সদস্য আবুল কাশেম বাবু ও বেনজির আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আনোয়ার খাঁন মর্ডান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে গত ১০ দিন ধরে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঞ্জুরা বেগম চৌধুরী জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের বোন ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ফুফু। রত্নগর্ভা এই মায়ের সুযোগ্য তিন ছেলে ও চার মেয়ে রয়েছেন।
আজ শনিবার সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর কাদিরগঞ্জ হাজি লাল মোহাম্মদ ঈদগাঁ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর কাদিরগঞ্জ পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয় বলে মরহুমের পরিবার থেকে জানানো হয়েছে। আজকের তানোর