সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০১:১১ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার আগুনে পোড়া ভবন পরিদর্শন করেছেন পৌর কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পোড়া ভবনটি পরিদর্শন করেন তারা।
এসময় পুড়ে যাওয়া বিভিন্ন কক্ষ, আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী ও ফাইল পত্রের প্রাথমিক ধারনা সংগ্রহ করেন পৌর পরিষদ। পৌর সচিব সরদার জাহাঙ্গীর আলম সাংবাদিকের জানান ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন সহিংসতায় অগ্নিকান্ডে পৌর কার্যালয়ের কম্পিউটারসহ আসবাবপত্র পুড়ে অন্তত আট কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে ধারণা কর হচ্ছে।
ভবনটি পুড়ে নথিপত্র নষ্ট হয়ে গেছে। এতে নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে। দ্বিতল ভবনের নিচতলায় ১৫টি রুমের প্রত্যেকটা কক্ষের আসবাবপত্র, গ্যারেজে রাখা ট্রাকসহ কয়েকটি গাড়ি এবং দ্বিতীয় তলায় মেয়রের কক্ষসহ অন্তত ১০টি রুমের আসবাবপত্র ও ফাইলপত্র পুড়ে যায়। তবে পৌর সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, হিসাব রক্ষক ও প্রধান সহকারীর রুমের আসবাবপত্র ও ফাইলপত্র রক্ষিত রয়েছে।
পৌর কর্মকর্তা ও কর্মচারীরা বাইরে খোলা আকাশের নিচে বসে অফিস করছেন। পরিদর্শনে আসা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল জানান আগুনে পুড়ে গেছে পুরো পৌর ভবন। একারণে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
এছাড়াও পরিদর্শনে উপস্থিত ছিলেন- কেশরহাট বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সাদ-আক্কাস, সেক্রেটারি শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, কাউন্সিলর বাবুল আক্তার, হাফিজুর রহমান বকুল, হাফিজুর রহমান, আসলাম হোসেন, একরামুল হোসেন, মহিলা সংরক্ষিত কাউন্সিলর ঝর্না বেগম, পৌর ক্যাশিয়ার উজ্জ্বল হোসেন, প্রধান অফিস সহকারী মজিবুর রহমান এবং পৌর কর্মকর্তা -কর্মচারীবৃন্দ। রা/অ