শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪৬ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
দেশজুড়ে নৈরাজ্য আর বিশৃঙ্খলা ঠেকাতে এবং নেতাকর্মীদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেন্দ্রীয় বিএনপির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য রাজশাহীর তানোরে বিপুল সংখ্যক মোটরসাইকেল ও সিএনজি নিয়ে শোডাউন দেয়া হয়েছে। তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পৌরসভার সাবেক মেয়র ও বর্তমানে জেলা বিএনপির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজানের নেতৃত্বে উপজেলাজুড়ে এ বিশাল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়।
চলতি মাসের ১০ আগস্ট শনিবার বিকালে তানোর উপজেলা ডাকবাংলো মাঠ থেকে শুরু হয়ে চাঁন্দুড়িয়া ইউপির কিছু অংশ ও সরনজাই ইউপিসহ বিভিন্ন এলাকায় শোডাউন ও মোড়ে মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির বাজার ও তানোর পৌর এলাকার কালিগঞ্জহাট বাজারে পথসভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, সেচ্ছাসেবক দলের নেতা শরিয়তউল্লাহ, যুবদল নেতা তোফাজ্জল হোসেন, সেচ্ছাসেবক দলের নেতা মাহবুবুর রহমান ও শহিদুল ইসলাম প্রমূখ ।
এসময় বক্তারা বলেন, ছাত্র জনতার একদফার আন্দোলনে খুনি হাসিনা পালাতে বাধ্য হয়। এ বিজয় প্রশ্নবিদ্ধ করতে একটি পক্ষ নৈরাজ্য শুরু করেছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে আমাদের আজকের শোডাউন হচ্ছে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশ কোন ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা আগুন দেয়া ও লুটপাট করা যাবে না। যারা এধরণের কাজ করবে তাদেরকে আইনের কাছে তুলে দেয়া হবে বলে হুশিয়ার দেন নেতারা। রা/অ