সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪০ am
নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর ‘মাতা’ মুনজুরা বেগম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮৭) বছর।
আজ (১৬ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আনোয়ার খাঁন মর্ডাণ হাসপাটালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এমন মৃত্যুর খবরে তানোর ও গোদাগাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত (৮ এপ্রিল) করোনা রির্পোট পজেটিভ হয় মুনজুরা বেগম চৌধুরীর। একই সাথে সাংসদ ফারুক চৌধুরীও করোনা পজেটিভ হয়। ফলে চিকিৎসার জন্য রাজধানীর আনোয়ার খাঁন মর্ডাণ হাসপাটালে তাদের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে, ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন সাংসদ ফারুক চৌধুরী। আগামীকাল দুপুর সাড়ে ১২টার দিকে জানাজা শেষে রাজশাহীস্থ কাদিরগঞ্চ পারিবারিক গোরস্থানে মৃত্যের লাশ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে শোকবার্তায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সভাপতিলুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ও তানোর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।আজকের তানোর