শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৩ am
ডেস্ক রির্পোট :
ছাত্র জনতার মহান আত্মত্যাগের বিনিময়ে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দীর্ঘদিনের জুলুম নিপীড়নের অবসান ঘটেছে। অর্ন্তবর্তীকালীন সরকারকে স্বাগতম। আশা করি, জনগণের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিবেন। এই সরকারের কাছে আমার আহবান, ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করুন।
আজ ৮ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী এসব কথা বলেন।
আহমদ শফী আশরাফী আরও বলেন, ছাত্র জনতার জীবন এবং রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল বীর সেনানীদেরকে জানাই লালসালাম।
দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সহিংসতা, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটছে যা কখনো কাম্য নয়। বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা ও শান্তিপ্রিয়। কোন অরাজকতা মেনে নেওয়া হবে না। বৈষম্যমুক্ত এবং মর্যাদাপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানাই। রা/অ