শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪৫ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্ব শত্রুতার জেরে এক স্কুল ছাত্রকে হত্যা করেছে দূর্বৃত্তরা। নাচোল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য এরশাদ আলী জানান, নিহত ইসমাইল হক(১৫) পীরপুর গ্রামের মজিদুল হকের ছেলে।
তিনি পীরপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। গত ৭ আগস্ট দিবাগত রাতে দুর্বৃত্তরা ইসমাইলকে হত্যা করে তার লাশ পীরপুর-সাহানাপাড়া হাটে ফেলে রেখে যায়। আজ ৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা ইসমাইলের লাশ দেখতে পেয়ে নাচোল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত ইসমাইলের পিতা মজিদুল হক জানান, প্রায় ২ মাস পূর্বে পীরপুর বাজারে তার চায়ের স্টলে একই গ্রামের মৃত জানে আলমের ছেলে আনসারুল (৪৮) তার কয়েকজন সঙ্গীদের নিয়ে নেশা করে এসে ঘুগনী খেয়ে ও চা পান করার পর তার ছেলে ইসমাইলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারতে আগাইয়া আসে। এতে তিনি প্রতিবাদ ও বাধা দিলে ওইদিন আনসারুল তার ছেলেকে হত্যার হুমকী দেয়।
এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, নিহত ইসমাইলের মাথায় আঘাতের চিহ্ন ছিল ও তার ডান চোখ উপড়ানো ছিল। এব্যাপারে নাচোল থানায় একটি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে এদিন বেলা ১১টায় পীরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী নিহত স্কুল ছাত্র ইসমাইলের হত্যায় জড়িতদের বিচারের দাবীতে স্কুল চত্বরে মানববন্ধন করে। রা/অ