বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ১০:২৫ pm

সংবাদ শিরোনাম ::
রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই
নগরীতে ১০টি গণমাধ্যম অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নগরীতে ১০টি গণমাধ্যম অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক :
সরকারি নিবন্ধিত ও রাজশাহী অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম -এর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। রাজশাহী নগরীর সাগরপাড়া কল্পনার মোড়ে অবস্থিত পদ্মাটাইমসের কার্যালয় থেকে লুটপাটকারিরা জানালার গ্রীল, দরজা ও চালের টিন পর্যন্ত খুলে নিয়ে গেছে। সোমবার বিকেল ৪টার দিকে এ হামলা হয়।

পদ্মাটাইমসের সম্পাদক এম বদরুল হাসান বলেন, দুপুরে সংঘর্ষের সময় একবার হামলার চেষ্টা করা হয়। সে সময় অফিসের গেট ভাঙার চেষ্টা করে। তবে তারা ব্যার্থ হয়। এর পর বিকেল ৪টার দিকে দ্বিতীয় দফা হামলা চালায়। এ সময় তারা গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা যাওযার সময় আমার চেয়ার ও টেবিলে আগুন ধরিয়ে দেয়। এর পর এক দল লোকজন এসে লুটপাট শুরু করে।

লুটপাটকারিরা এসি, ৫টি কম্পিউটার, একটি পিন্টারসহ চেয়ার, টেবিল, সোফা, ফাইল ক্যাবিনেট, সংবাদ সংগ্রহের সামগ্রীসহ যা ছিল সব কিছু লুট করে নিয়ে যায়। এর পর রাতে অফিসের ভিতর ও জানালার থাই ছাড়াও জানালার গ্রিল ও ছাদের টিন পর্যন্ত খুলে নিয়ে গেছে। অর্থাৎ অফিসের দেওয়ালের ইট ছাড়া আর কিছু নেই। সব মিলিয়ে পদ্মাটাইমসের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এছাড়াও পদ্মাটাইমসের সাথে থাকা লবঙ্গ ফাস্টফুড ও চাইনিজ রেঁস্তোরাতেও ব্যাপক লুটপাট চালিয়েছে হামলাকারিরা। সেখান থেকেও তারা সব কিছু নিয়ে গেছে। দেওয়ালের ইট ছাড়া সেখানে কিছু নেই। লবঙ্গ ফাস্টফুড ও চাইনিজের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম ছাড়াও রাজশাহীতে বাংলার জনপদ, সিল্কসিটি নিউজ, দৈনিক সানশাইন, উত্তরা প্রতিদিন, দৈনিক সোনার দেশ ও রাজশাহী প্রেসক্লাবে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এছাড়াও ইত্তেফাকের ফটো সাংবাদিক আজাহার উদ্দীনের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.