শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:১০ am
এম এম মামুন :
রাজশাহীর মোহনপুর উপজেলায় আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জয়নাল আবেদীন (৪২) নামের বিএনপি কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছে দুইজন। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার ধুরইল গ্রামে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন (মেকার) উপজেলার ধুরইল কলেজ পাড়া এলাকার মৃত কুড়ানু’র ছেলে।
আহতরা হচ্ছেন, নিহত জয়নাল আবেদীনের অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছেলে মনিরুল ইসলাম (১৬)।ধুরইল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান। আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোকলেসুর রহমানকে এবং মনিরুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১ টার সময় পাওনা টাকা নিয়ে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে নেতাকর্মীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপির জয়নাল আবেদীন নামের এক বিএনপির কর্মী নিহত হয়। আহত হন দুইজন।
এসময় বিএনপি নেতাকর্মীদের ৫টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রা/অ