রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫৬ pm
ডেস্ক রির্পোট :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের পাশাপাশি ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হাতেগোনা সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করলেও নেই কোনো গণপরিবহন।
কোটা সংস্কার আন্দোলনকটি এখন সরকারবিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বানে সাড়া না দিয়ে সরকারপতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল অসহযোগ আন্দোলনের প্রথম দিন দেশজুড়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে প্রাণ গেছে ৯৭ জনের। এর ফলে আজকের কর্মসূচি ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এদিকে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। রা/অ