রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১২:৪৩ am

সংবাদ শিরোনাম ::
দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার নাচোলে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের দাবি স্বজনদের রাজধানীতে কঠোর অভিযানের পরও বেপরোয়া অপরাধীরা মেঘনা নদীর পারে মানুষ বিক্রিতে ওরা কোটিপতি নির্বাচিত সংসদ ছাড়া করা যায় না সংবিধান পরিবর্তন : গয়েশ্বর সকল ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান কৃষক-বিজ্ঞানী সম্মেলনে মালয়েশিয়ায় স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার রাজধানীতে বিএনপির র‌্যালি ঘিরে কঠোর নিরাপত্তা দুর্গাপুরে নাশকতার মামলায় ছাত্রলীগের সভাপতি শাকিলসহ গ্রেপ্তার ৩
সারাদেশে পুলিশ-আ.লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩১

সারাদেশে পুলিশ-আ.লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩১

ডেস্ক রির্পোট :
একদফা দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলন চলছে। রোববার (৪ আগস্ট) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ ও গণসমাবেশ করছে আন্দোলনকারীরা। অপরদিকে, দেশের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিবাদ মিছিলের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এরমধ্যে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে।

সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ফেণীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জ, বগুড়া, মাগুরা, ভোলা ও রংপুরে ৩ জন করে ১২ জন, পাবনা আর সিলেটে ২ জন করে ৪ জন, কুমিল্লা, জয়পুরহাট ও বরিশালে একজন করে ৩১ জন মৃত্যুর খবর পাওয়া গেছে।

কুমিল্লা :
জেলার দেবীদ্বার বারেরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালে একজন নিহত হন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নয়ন মিয়া।

মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মাগুরা :
মাগুরায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী নিহত হয়েছে। সংঘর্ষে ৩ পুলিশসহ আহত হয়েছে ১০ জন। রোববার (৪ আগস্ট) সকাল ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রংপুর :
রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সাথে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রংপুরের সিটি করপোরেশনের অফিসের সামনে সংঘর্ষে ওয়ার্ড কাউন্সিলর হারাধন নিহত হন। এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরও দুইজন নিহত হয়েছে।

রোববার (৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত হারাধান রংপুর সিটির ৪নং ওয়ার্ড কাউন্সিলর। দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের সর্দার আব্দুল জলিল ও মিজানুর রহমান মিজান।

বগুড়া :
বগুড়ায় দুইজন নিহত হয়েছে। রোববার দুপুর একটা পর্যন্ত সেখানে দু’জন নিহতের তথ্য পাওয়া গেছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দিয়েছে তারা।

পাবনা :
পাবনার খেয়াঘাট মোড়ে আওয়ামী লীগ ও যুবলীগের মিছিল থেকে গুলি চালানো হলে দুইজন নিহত হয়। এরপর বিক্ষোভকারীরা গাড়ি পুড়িয়ে দেয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক। সূত্র : বাংলা টাইমস

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.