শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪১ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীকে তুলে নেয়ার হুমকি

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীকে তুলে নেয়ার হুমকি

ডেস্ক রির্পোট :
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীকে তুলে নেয়ার হুমকি দেয়ায় আতঙ্কে রয়েছেন নতুনধারার নেতৃবৃন্দ। কোটা সংস্কার আন্দোলনে নিহত সাংবাদিক-শিক্ষার্থীসহ সকলের পরিবারকে ২০ লক্ষ টাকা করে সহায়তা ও সহিংসতারোধের দাবিতে পথ সভা করতে গেলে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা বাঁধা দেয় এবং তুলে নেয়ার হুমকি দেন বলে অভিযোগ করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম।

তিনি জানান- ১ আগস্ট সকাল ১০টায় তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে চলমান পরিস্থিতি থেকে উত্তরণের পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনে নিহত সাংবাদিক-শিক্ষার্থীসহ সকলের পরিবারকে ২০ লক্ষ টাকা করে সহায়তা ও সহিংসতারোধের দাবিতে পথ সভা করতে গেলে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা বাঁধা দেয় এবং তুলে নেয়ার হুমকি দেয়। নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, চন্দন সেন পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় দুস্কৃতিকারীদেরকে ধাওয়া দিলে তারা স্থান ত্যাগ করে চলে যাওয়ার সময় দেখে নেয়ার হুমকি দেয় বলেও নেতৃবৃন্দ অভিযোগ করেন। এসময় মোমিন মেহেদী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর উচিৎ হবে বাংলাদেশের রাজপথে থাকা জনবান্ধব রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া।

উল্লেখ্য, অর্থ পাচার ও দুর্নীতি বন্ধের দাবিতে কর্মসূচির পর ২০১৮ সালের ১৫ মার্চ রাতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীকে তুলে নেয়া হয়েছিলো। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়। তাঁকে ফিরিয়ে দেয়ার দাবিতে অনশন-মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত হয়েছিলো ২৫ মার্চ পর্যন্ত। টানা ১০ দিন নির্মম নির্যাতনের পর অর্ধ মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ ১৮ দিন পর তিনি সুস্থ্য হয়ে ওঠার পর গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘কে বা কারা নিয়েছিলো, আমি তা বলতে পারবো না; কারণ তাদের মুখ ঢাকা ছিলো। যেখানে আমাকে রাখা হয়েছিলো, সেখানে নির্মমভাবে নির্যাতন করেছে আর জানতে চেয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবির আয়ের উৎস কি? বিদেশী কোন সংস্থার সাথে নতুনধারার যোগাযোগ আছে কি না।

যেহেতু নতুনধারার রাজনীতি জনগণ ও নতুনধারার রাজনীতিকদের অর্থে চলে সেহেতু সেই উত্তরই আমি প্রতিদিন দিয়েছি বারবার। এই উত্তরে সেই গুমকারীরা সন্তুষ্ট হতে পারেনি বলে শেষের দিকে আমার উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছিলো। এক পর্যায়ে আমি জ্ঞান হারাই। পরের ঘটনা আমি হাসপাতালে নিজেকে আবিষ্কার করি।’ রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.