শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:০১ pm
নিজস্ব প্রতিবেদক, নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ/২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩১ জুলাই বেলা সাড়ে ৯টায় “ভরবো মাছে মোদের দেশ, গোড়বো স্মার্ট বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নাচোল উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস।
সভায় পোনা মাছ অবমুক্তকরণ, র্যালি, আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সফল মৎস্যচাষীদেরকে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শ্রী নরোত্তম প্রমাণিক উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল রানা, উপজেলা সমবায় অফিসার আনিসুর রহমান ও যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনসহ অন্যরা।
এ বছরে মোট ৪ জনকে ৪টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষী মৎস্য জিবি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর-রশিদ। রা/অ