রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১৯ am

সংবাদ শিরোনাম ::
দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার নাচোলে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের দাবি স্বজনদের রাজধানীতে কঠোর অভিযানের পরও বেপরোয়া অপরাধীরা মেঘনা নদীর পারে মানুষ বিক্রিতে ওরা কোটিপতি নির্বাচিত সংসদ ছাড়া করা যায় না সংবিধান পরিবর্তন : গয়েশ্বর সকল ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান কৃষক-বিজ্ঞানী সম্মেলনে মালয়েশিয়ায় স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার রাজধানীতে বিএনপির র‌্যালি ঘিরে কঠোর নিরাপত্তা দুর্গাপুরে নাশকতার মামলায় ছাত্রলীগের সভাপতি শাকিলসহ গ্রেপ্তার ৩
তিনি মানবসেবায় অবিচল ও কর্মীবান্ধব পথ প্রদর্শক : তাঁর সুস্থ্যতা কামনা করি…

তিনি মানবসেবায় অবিচল ও কর্মীবান্ধব পথ প্রদর্শক : তাঁর সুস্থ্যতা কামনা করি…

করোনার শুরুতে জীবনের ঝুঁকি নিয়ে তাঁকে দেখা গেছে, ঘরবন্দি মানুষের খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছাতে। একারণে আমরা তানোরবাসী বলি মানবসেবায় অবিচল ও কর্মীবান্ধব পথ প্রদর্শক তিনি। একই সঙ্গে স্থানীয় রাজনীতি, সংগঠন, সংসদ, উন্নয়নপ্রকল্প সামলাতে হরহামেশায় ঢাকা-রাজশাহী ছুটে চলেছেন সমানে।
প্রথম দফায় লকডাউনে সবার আগে তিনি তানোরের স্বাস্থ্য কেন্দ্র ও ক্লিনিকগুলোতে করোনা-ব্যবস্থাপনার উন্নয়নে কাজ শুরু করেন। সেইসঙ্গে নিজে মাঠে নেমেছেন মাস্ক আর স্যানিটাইজার বিলাতে। যতটা দেখেছি, সবাইকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছেন তিনি। এজন্য ঘরবন্দি মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছাতে হটলাইন ব্যবস্থাপনা চালু করেন।
এতে অনেক ঘনিষ্ঠজনই তাঁকে বলেছেন, এই সময় একটু চলাচল কমাতে, মানুষের সঙ্গে কম মেলামেশা করতে। জবাবে তাঁকে বলতে শুনেছি, ‘এরকম খারাপ সময়ে মানুষের কাছে থেকে তাদের জন্য কাজ করতে না পারলে রাজনীতি করার কোনো মানে হয় না।
আর আমি তো সতর্ক থাকি। তারপরেও কিছু হলে কী আর করা! করোনার প্রথম ঢেউ যখন শুরু হলো, সাংসদ মানুষের সেবা আর সহায়তার দৌড়ঝাঁপে তখন ভাবীর করোনা পজিটিভ হলো। ঢাকায় চিকিৎসা করে সুস্থ্য হলেন ভাবী। প্রথম ধাক্কায় ‘ভালো থাকা’ এভাবে।
দ্বিতীয় ধাক্কায় খারাপের দিকে যেতে থাকলো তানোর। লকডাউন শুরু হলো। ফলে এবারও মানুষের সেবা আর সহায়তা নিয়ে ছুটে চলেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। দ্বিতীয় ধাক্কায় এসে তাঁর ও মা মুনজুরা বেগম চৌধুরীর করোনা পজিটিভ হয়েছে।
এতে তিনি ভেঙ্গে পড়েননি। ভর্তি হয়েছেন হাসপাতালে। আশা করি, করোনাজয় করে আবার তিনি ‘নেমে যাবেন’ মাঠে। জনঘনিষ্ঠ রাজনীতিকের এই আকালে এখনও অনেক কাজ বাকি আছে তাঁর মতো নেতাদের। তবে, এব্যাপারে সাংসদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কিন্তু সাংসদের ঘনিণ্ঠ তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না তাঁর রোগমুক্তি কামনায় দোয়া চেয়ে সাংসদের প্রতি আস্থা রাখার আহবান জানিয়ে বলেছেন আজকের এই পোস্টটাও পড়ছেন, সবার প্রতি করজোড়ে অনুরোধ করছি, দয়া করে স্বাস্থ্যবিধি মেনে চলুন। মাস্ক পড়ুন। লকডাউন মানুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না।
পরিশেষে তিনি আরও বলেন, আপনি নিরাপদ থাকলে আপনার পরিবারও নিরাপদ থাকবে। আর অবশ্যই নিরাপদ থাকবেন সেইসব মানুষ, যাঁরা এই দুঃসময়ে আপনার-আমার জন্য কাজ করছেন। সুস্থ্যতা কামনায় সংবাদকর্মী, ইমরান হোসাইন, তানোর। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.