শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:৩৭ am

সংবাদ শিরোনাম ::
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
তিনি মানবসেবায় অবিচল ও কর্মীবান্ধব পথ প্রদর্শক : তাঁর সুস্থ্যতা কামনা করি…

তিনি মানবসেবায় অবিচল ও কর্মীবান্ধব পথ প্রদর্শক : তাঁর সুস্থ্যতা কামনা করি…

করোনার শুরুতে জীবনের ঝুঁকি নিয়ে তাঁকে দেখা গেছে, ঘরবন্দি মানুষের খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছাতে। একারণে আমরা তানোরবাসী বলি মানবসেবায় অবিচল ও কর্মীবান্ধব পথ প্রদর্শক তিনি। একই সঙ্গে স্থানীয় রাজনীতি, সংগঠন, সংসদ, উন্নয়নপ্রকল্প সামলাতে হরহামেশায় ঢাকা-রাজশাহী ছুটে চলেছেন সমানে।
প্রথম দফায় লকডাউনে সবার আগে তিনি তানোরের স্বাস্থ্য কেন্দ্র ও ক্লিনিকগুলোতে করোনা-ব্যবস্থাপনার উন্নয়নে কাজ শুরু করেন। সেইসঙ্গে নিজে মাঠে নেমেছেন মাস্ক আর স্যানিটাইজার বিলাতে। যতটা দেখেছি, সবাইকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছেন তিনি। এজন্য ঘরবন্দি মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছাতে হটলাইন ব্যবস্থাপনা চালু করেন।
এতে অনেক ঘনিষ্ঠজনই তাঁকে বলেছেন, এই সময় একটু চলাচল কমাতে, মানুষের সঙ্গে কম মেলামেশা করতে। জবাবে তাঁকে বলতে শুনেছি, ‘এরকম খারাপ সময়ে মানুষের কাছে থেকে তাদের জন্য কাজ করতে না পারলে রাজনীতি করার কোনো মানে হয় না।
আর আমি তো সতর্ক থাকি। তারপরেও কিছু হলে কী আর করা! করোনার প্রথম ঢেউ যখন শুরু হলো, সাংসদ মানুষের সেবা আর সহায়তার দৌড়ঝাঁপে তখন ভাবীর করোনা পজিটিভ হলো। ঢাকায় চিকিৎসা করে সুস্থ্য হলেন ভাবী। প্রথম ধাক্কায় ‘ভালো থাকা’ এভাবে।
দ্বিতীয় ধাক্কায় খারাপের দিকে যেতে থাকলো তানোর। লকডাউন শুরু হলো। ফলে এবারও মানুষের সেবা আর সহায়তা নিয়ে ছুটে চলেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। দ্বিতীয় ধাক্কায় এসে তাঁর ও মা মুনজুরা বেগম চৌধুরীর করোনা পজিটিভ হয়েছে।
এতে তিনি ভেঙ্গে পড়েননি। ভর্তি হয়েছেন হাসপাতালে। আশা করি, করোনাজয় করে আবার তিনি ‘নেমে যাবেন’ মাঠে। জনঘনিষ্ঠ রাজনীতিকের এই আকালে এখনও অনেক কাজ বাকি আছে তাঁর মতো নেতাদের। তবে, এব্যাপারে সাংসদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কিন্তু সাংসদের ঘনিণ্ঠ তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না তাঁর রোগমুক্তি কামনায় দোয়া চেয়ে সাংসদের প্রতি আস্থা রাখার আহবান জানিয়ে বলেছেন আজকের এই পোস্টটাও পড়ছেন, সবার প্রতি করজোড়ে অনুরোধ করছি, দয়া করে স্বাস্থ্যবিধি মেনে চলুন। মাস্ক পড়ুন। লকডাউন মানুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না।
পরিশেষে তিনি আরও বলেন, আপনি নিরাপদ থাকলে আপনার পরিবারও নিরাপদ থাকবে। আর অবশ্যই নিরাপদ থাকবেন সেইসব মানুষ, যাঁরা এই দুঃসময়ে আপনার-আমার জন্য কাজ করছেন। সুস্থ্যতা কামনায় সংবাদকর্মী, ইমরান হোসাইন, তানোর। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.