শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩৩ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার বেলা সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে হাসপাতালের তত্বাবধায়কের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মু. জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু।
এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দীন, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইয়াসমিন লিপি, আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুর রহমান বিপ্লব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওসিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান ও উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানাসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালের তত্বাবধায়ক ডা. কামাল উদ্দীনের স্বাগত বক্তব্যে হাসপাতালে জনবল সংকট, আধুনিক চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা ও স্থানীয় পেট্রোল পাম্পে এ্যাম্বুলেন্সের জ্বালানীর টাকা বাকী পড়ে থাকার বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব দুর করার আশ্বাস প্রদান করেন। রা/অ