বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৯:০৪ am
এম এম মামুন :
রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া পান চত্বর মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে তুলে নিয়ে ট্রাকে করে পালানোর সময় স্থানীয় জনতা ট্রাক চালকসহ হেলপারকে আটকের পর পুলিশের কাছে সোর্পদ করেছে। বুধবার (৩ জুলাই) সকাল ৬ টার সময় মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া পান চত্বর মোড়ে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি মোহনপুর উপজেলা ভাতুড়িয়া গ্রামের জেকের আলীর ছেলে মহাইমিনুল অরফে মোমিনুল (২২)।
স্থানীয় লোকজন আহত মহাইমিনুল অরফে মোমিনুলকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবমতি হলে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, আহত ব্যক্তি পান ভাঙ্গার জন্য পান বরজে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার জন্য রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া পান চত্বর মোড়ে দাঁড়িয়ে ছিল। ওই সময় রাজশাহীর দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দেয়। অজ্ঞান হয়ে পড়েন আহত মোমিনুল। মারা গেছে ভেবে ট্রাকে নিয়ে পালানোর সময় কেশরহাট এলাকায় স্থানীয় ট্রাক থামিয়ে চালকসহ হেলপারকে আটক করে মোহনপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে ট্রাকসহ চালক, হেলপারকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হচ্ছেন, মানিকগঞ্জ সদর এলাকার ট্রাক চালক ফিরোজ মিয়া(৩০), হেলপার শ্রী শিপেন দাস (২২)।
এব্যাপারে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, ট্রাকসহ চালক, হেলপারকে আটক করা হয়েছে। রা/অ