রবিবর, ০৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০৩ am
বিনোদন ডেস্ক :
ক্রমশ মহামারিতে আকার নিচ্ছে ক্যান্সার। সারাবিশ্বে মহিলাদের মধ্যে নানা ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এ রোগে আক্রান্ত হওয়া থেকে বাদ পড়ছেন না তারকারাও। এবার এ রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী হিনা খান।
এদিকে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে প্রথম কেমো নিলেন এ অভিনেত্রী। হাসপাতাল থেকে ভিডিও পোস্ট করেছেন তিনি। কেমো নিতে যাওয়ার সময় ভয় পাননি, বরং বলেছেন, ‘সমস্ত বাহারি চাকচিক্য শেষ, হাসপাতালে রয়েছি প্রথম কেমো থেরাপির জন্যে, সুস্থ হয়ে ফিরব।’
হিনা ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর যেদিন জানতে পারেন সেদিন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই খবর পেয়েছিলেন, তবু ভেঙে পড়েননি। বরং দারুণ সেজেগুজে অনুষ্ঠানে গিয়েছিলেন হিনা। রা/অ