মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৫০ am
ডেস্ক রির্পোট :
চলমান বৃষ্টি আগামী শুক্রবার পর্যন্ত হতে পারে। দেশের সব বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও ভারি বৃষ্টি হতে পারে। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে কক্সবাজার ও তিন সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, ভারি বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ জুলাই) দ্বিতীয় দিনের পরীক্ষায় ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থীরা। রা/অ