শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৬ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোলে বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঝুকিপূর্ণ খরা প্রবন এলাকায় বসবাসকারীদের নিয়ে প্রকল্প green climente fund (gcf) এর অর্থায়নে পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়নকারী বেসরকারি উন্নয়ন সহযোগি সংস্থা “মৌসুমী”র দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩০ জুন বেলা ১১টায় বিআরডিবি মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা মৌসুমীর উপ-নির্বাহী পরিচালক এরফান আলী সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন।
প্রকল্প সমন্বয়কারী শুভ্র পান্ডের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেন, এপিসি (ইএসএস) (ইসিসিসিপি-ড্রট ডঃ ফিরোজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ও নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, প্রকল্পের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন, উপ-সহকারী পরিচালক (কর্মসূচি) লিয়াকত আলী ও সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।
এদিন সুশিল সমাজের প্রায় শতাধীক প্রতিনিধিদের নিয়ে এ কর্মশালায় মূলতঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার বরেন্দ্র অঞ্চল নাচোলে বিশ্ব জলবায়ু প্রভাব মোকাবেলায় খরাপ্রবন মাটির ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা কল্পে এ অঞ্চলে খরা সহিষ্ণু ফসল চাষে কৃষকদের উদ্ধুকরণ, পুকুর ও খাড়ি পূণঃ খনন করে বৃষ্টির পানি সংরক্ষণের লক্ষ্যে এ সংস্থা অঞ্চল ভিত্তিক উপকারভোগি নির্বাচন, জলবায়ু পরিবর্তন অভিযোজন দল গঠনসহ এগারোটি প্রস্তাবনা উপস্থাপন করে। রা/অ