শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩২ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বন্ধু বন্ধন যুব ক্লাবের উদ্যোগে, মেধাবী শিক্ষার্থী মিঠুন চন্দ্র প্রামাণিককে ১০ হাজার টাকা ও অসচ্ছল ভ্যানচালক মোস্তফা কামালকে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার ১৫ জুন রাত ৯টার দিকে নাচোল হাসপাতাল সংলগ্ন বন্ধু বন্ধন যুব ক্লাবে এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়েছে। বন্ধু বন্ধন যুব ক্লাবের সভাপতি মাহফুজুল আলম রকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব- উল -ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরূপ কুমার দাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ ও অধ্যক্ষ ওবাইদুর রহমান।
এ ছাড়াও ক্লাবের সেক্রেটারি মোতাহার হোসেন সহ শাহরিয়ার তন্ময় ,জাহিদুল ইসলাম জাহিদ, সেলিম রেজা মাসুদ ও অন্যান্য সদস্য বৃন্দ।
ক্লাবের সভাপতি মাহফুজুল আলম রকি বলেন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০৫ সালের এসএসসি ব্যাচের ২৫ জন শিক্ষার্থীর উদ্যোগে বন্ধু বন্ধন যুব ক্লাবের সূচনা শুরু হয় ২০১১ সালে। এই ক্লাবের ব্যানারে সদস্য বৃন্দদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের অর্থ দিয়ে সমাজের তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থী, অসহায়, দুস্থদের সেবা দেওয়া কার্যক্রম শুরু করা হয়। রা/অ