শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:১৬ pm
ডেস্ক রির্পোট :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) সকালে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আটজন রোহিঙ্গা ও একজন স্থানীয় শিশু।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ গফুর উদ্দিন চৌধুরী জানান, অতি ভারী বৃষ্টির কারণে থাইংখালি ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ধসে কাঁটাতারের বাইরে শাহ আলমের বাড়িতে এসে পড়ে।
এ সময় আবদুল করিম নামে এক শিশুর মৃত্যু হয়। সূত্র : এফএনএস