বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪৯ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলা কৃষক লীগের সভাপতি ও পাড়িশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকমল সাহার পুত্র জয়ন্ত কুমার সাহার সঙ্গে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশনে বসেছেন অনার্স পড়ুয়া এক ছাত্রী। ওই ছাত্রীর বাড়ি পঞ্চগড় জেলায়। গত ১৬ জুন রোববার থেকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের পাড়িশো গ্রামের প্রধান শিক্ষক রামকমল সাহার বাড়িতে ওই ছাত্রী অনশনে বসেছেন। এতে বেকায়দায় পড়েছেন ওই শিক্ষক পরিবার।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় অনার্স পড়ুয়া ওই শিক্ষার্থী প্রেমিক জয়ন্ত কুমার সাহার খোঁজে তার বাড়িতে আসে। কিন্তু তার আশার খবরে কৌশলে প্রেমিক জয়ন্ত পালিয়ে যায়। এসময় ওই শিক্ষার্থী জয়ন্তের সঙ্গে তার বিয়ে না দিলে আত্মহননের হুমকি দিয়ে অনশনে বসে। অনশনে বসা ওই শিক্ষার্থীর ওপর মানসিক চাপ প্রয়োগে তার জীবন অনেকটা সংকটাপন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামকমল সাহার পুত্র জয়ন্ত কুমার সাহা একটি বে-সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। মোবাইল ফোনের সূত্রে পরিচয় এবং প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে একাধিকবার দৈহিক মিলন হয়েছে বলেও ওই ছাত্রী দাবি করছেন। কিন্তু তিনি তাকে বিয়ের কথা বলায় প্রেমিক জয়ন্ত বিয়ে করতে অস্বীকার ও তার সঙ্গে সম্পর্ক নেই বলে সাফ জানান দেয়। ফলে বাধ্য হয়ে ওই শিক্ষার্থী জয়ন্তের সঙ্গে বিয়ের দাবিতে অনশনে বসেছে।
এবিষয়ে জয়ন্ত কুমার সাহা এমন অভিযোগ অস্বীকার করে বলেন, ওই মেয়ে তাকে ফাঁসাতে চাইছে। তার সঙ্গে কোন প্রেমের সম্পর্ক গড়ে উঠেনি। তবে, শিক্ষক রামকমল সাহা বলেন- ব্যাপারটি নিয়ে মানষিক চাপে আছি। মেয়ের পরিবারের লোকজন আসলে সমাধানের ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসির দায়িত্বরত এসআই আনোয়ার হোসেন বলেন, বিষয়টি তিনি স্থানীয় লোক মাধ্যমে জেনে অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে মেয়ের পরিবারকে খবর দিয়েছেন। তারা আসলে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। রা/অ