বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০৮:২০ pm

সংবাদ শিরোনাম ::
তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ অর্ন্তবর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান বিএনপি নেতাদের তানোরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সাম্প্রতিক সময়ে অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরকবাসী নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১৮ জন গ্রেপ্তার ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম দুর্গাপুরে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে শিক্ষা বোর্ড পরির্দশক অপসারণ দাবিতে অভিযোগ ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় মন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে মধুপুরে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত অসুস্থ রেজওয়ানুল ইসলাম রায়হানের শয্যাপাশে দুধরচকী
গোদাগাড়ীতে ইমেজ সংকটে নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন

গোদাগাড়ীতে ইমেজ সংকটে নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন

আশরাফুল ইসলাম রনজু ও ইমরান হোসাইন :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলের চরম ইমেজ সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, তাকে নিয়ে ইতোমধ্যে নানা বির্তক ছড়িয়ে পড়ায় জনমনে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। সর্ব উঠেছে সমালোচনার ঝড়, বইছে মুখরোচক নানা গুঞ্জন।

তৃণমুলের ভাষ্য, সাধারণ মানুষ যে স্বপ্ন নিয়ে তাকে গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তিনি নির্বাচিত হবার পর তার নেতিবাচক নানা কর্মকান্ডে তাদের সেই স্বপ্ন উবে গেছে। তার অনুগতদেরও চেহারায় এক ধরনের হাতাশার চিত্র ফুটে উঠেছে। আওয়ামী লীগের আদর্শিক নেতাকর্মী ও সমর্থকদের মাঝেও ক্ষোভ আর অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

এদিকে, নির্বাচিত হয়েই বেলাল উদ্দিন সোহেল স্থানীয় সাংসদের সঙ্গে বিরোধ ও নানা বিতর্কে জড়িয়ে গোদাগাড়ীর মানুষকে হতাশায় ডুবিয়েছে বলে অভিমত তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের।

স্থানীয়রা জানান, বেলাল উদ্দিন সোহেলকে তার অনুসারীরা জনদরদী ও গরিবের বন্ধু ইত্যাদি নামে প্রচার করছে। অথচ তিনি শুল্ক ফাঁকি দিতে গোখাদ্যর আড়ালে মানুষের খাবার গুড় আমদানি করে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়েছেন। এছাড়াও দায়িত্ব গ্রহণের দিন আওয়ামী চেতনাবিরোধী ও নতুনমুখের মানুষদের নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুমতি ব্যতিত সমাবেশ করে বির্তকের সৃষ্টি করেছেন।

অপরদিকে, অসমর্থিত একাধিক সূত্র জানান, উপজেলার দেওপাড়া ইউপির চৈতনপুর মাঠে অবৈধ পুকুর খনন এবং সরকারি পাকা-কাঁচা রাস্তা নষ্ট করে ইট ভাটায় মাটি বাণিজ্যে রাজাবাড়ি হাটের টিন বিক্রি ও রাজাবাড়ি সরকারি গরুর খামার কেন্দ্রিক সিন্ডিকেট চক্রের সঙ্গে বেলালের কানেকশান রযেছে বলে সাধারণ মানুষের মুখে মুখে ব্যাপক প্রচার রয়েছে। গোদাগাড়ীর মানুষ এসব নানা কারণে বেলালকে উন্নয়নের প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছেন বলেও গুঞ্জন উঠেছে।

এছাড়াও মাদক কানেকশান ও রাতারাতি টাকার কুমির হওয়া নিয়েও বেলালকে নিয়ে সাধারণের মাঝে রয়েছে নেতিবাচক নানা গুঞ্জন।

এব্যাপারে গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করছে বলে এড়িয়ে গেছেন চেয়ারম্যান। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.