রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:০৪ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর পৌরসভা পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র ডেপুটি ম্যানেজার মোহাম্মদ সামিউল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার হাফিজুল ইসলাম, তানোর পৌর কাউন্সিলর রোকনুজ্জামান জনি, সংরক্ষিত নারী কাউন্সিলর মোমেনা আহমেদ, জুলেখা বেগম ও গোলেহার নাজনীন প্রমুখ।
বক্তারা বলেন, পৌরসভা চাইলে বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব। অংশগ্রহণ কারীগণ বাল্যবিয়ে প্রতিরোধে বাৎসরিক কর্ম পরিকল্পনার অংশ হিসেবে কাউকে ভুয়া জন্মসনদ না দেওয়া, বাল্যবিয়ের ঘটনা ঘটলে সাথে সাথে প্রতিরোধের উদ্যোগ গ্রহন করা ও প্রয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতা নেয়ার কথা ব্যক্ত করেন। রা/অ