রবিবর, ০৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:০৭ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা ডিবি পুলিশের অভিযানে ৫০ বোলত ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে তাকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিৎ করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: খায়রুল আলমের তত্ত্বাবধানে এবং ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই মো: আব্দুল করিম ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শনিবার দিবাগত রাত ৩ টার দিকে গোদাগাড়ী ভাটুপাড়া ফুলতলা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার চরভবনপাড়া গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মো: আরিফ হোসেনকে ৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং-১৮, তাং-০৯/০৬/২০২৪ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৪ (গ)/৪১ মামলা রুজু হয়ছে। মামলাটি তদন্তাধীন। রা/অ