শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:১১ am
সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলার বিলকুমারী বিলে দলবেধে পলোয় দিয়ে মাছ শিকারে মেতে উঠেছেন সর্বস্তরের জনতা। সখের বসে কিশোর থেকে শুরু করে যুবকের পাশাপাশি বয়স্করাও এ উৎসবে মেতে উঠেছেন।
বিলে বন্যার পানি নেমে যাবার পর ডোবা ও নালায় থাকা পানিতে জমে উঠেছে এ মাছ ধরার উৎসব। বেশ কয়েক বছর পর এবার পলোয় দিয়ে মাছ ধরার নতুন এ উৎসবে এলাকায় প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্রায় ২৫/৩০ জন করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দলবেঁধে সারিবদ্ধ হয়ে পলোয় দিয়ে মাছ ধরার উৎসবে ছুটে চলেছেন। মাছ ধরার এমন দৃশ্য উপলব্ধি করে অনেকেই মুগ্ধ ও অভিভূত হয়ে বিলের পাড়ে বসে সময় কাটাচ্ছেন।
আমশো এলাকার বাসিন্দা সুজন মিয়া জানান, পলোয় দিয়ে মাছ ধরার আনন্দ একটা অন্যরকম কৌতুহল। মাছ পায় বা না পায় সেটা ভাগ্যের বিষয়। সখের বসে এসেছি, আশাকরি সখ পূরণ হবে, মাছও পাবো বলে জানান তিনি।
তানোর কুঠিপাড়া মহল্লার আমজাদ জানান, মাছ ধরতে এসে কেউ খালি হাতে ফিরে যাননি। কেউ ছোট বয়াল, আইড় ও সইল সহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ পেয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা প্রায় ৫টা মাছ ধরছেন। এভাবে একেক জনের কেউ ৫টা থেকে ১০টা পর্যন্ত মাছ ধরেছেন। বাজারে বিক্রি করা হলে ১ হাজার থেকে ১২’শ টাকা দাম পাওয়া যাবে। আকজের তানোর…