বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৫:২৭ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৮ জুন শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নুর, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ও প্রভাষক আব্দুল্লাহ্।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছেন।
এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।
নাচোল উপজেলা ভূমি অফিস চত্ত্বরে দুটি স্টলের মাধ্যমে সপ্তাহ ব্যাপি ভূমি সেবা প্রদান করা হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান জানান, উপজেলার ৪টি ইউনিয়নের ভূমি অফিসে একই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। রা/অ