রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫১ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে আরএমপি ট্রাফিক বিভাগের উদ্যোগে মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা ২০২৪ লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর নওদাপাড়া, গোরহাঙ্গা সিএনজি স্ট্যন্ডে, বাস টারমিনালে, ভদ্রার মোড়ে এবং বিভিন্ন বাসের কাউন্টারে গিয়ে ট্রাফিক আইন মেনে সড়কে যানবাহন চলাচলে মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপি ট্রাফিক বিভাগের অতি: উপ পুলিশ কমিশনার হেলেনা আকতার, ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মাহামুদুন নবী, বিআরটিএর ইন্সপেক্টর মোশারফ হোসেন।
রাস্তায় গাড়ি চালকদের গাড়ির গতিসীমা মেনে চলতে উদ্ধুদ্ধ করা হয় এবং সঠিক ভাবে গাড়ির গতিসীমা রক্ষা করতে পারলে দূর্ঘটনা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। গাড়ির চালক যাতে ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে চলে এ বিষয় সচেতন করা হয় চালকদের। রা/অ