রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:১০ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীর তানোরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ৭০০ আম ও লেবু গাছের চারা বিতরণ করেছে কারিতাস। বুধবার সকালে দুবইল উচ্চ বিদ্যালয় মাঠে কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের ক্ষুদ্র কৃষকদের খাপ খাওয়ানোর উপযোগী খামার ও জীববৈচিত্র্য সমন্বয় (সাফবিন) প্রকল্পের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই স্লোগান দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা একটি র্যালি বের করেন। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কারিতাস তানোর উপজেলা এরিয়া ম্যানেজার মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তানভীর রেজা। এতে বিশেষ অতিথি ছিলেন, দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও সমাজ সেবক মো. জাইদুল ইসলাম, কারিতাস রাজশাহী অঞ্চল সাফবিন প্রকল্পের জেলা প্রকল্প কর্মকতা মো. আমিনুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে দুবইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১টি করে আম ও লেবু গাছের চারা বিতরণ করা হয়। এর আগে কচুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১টি করে আম ও লেবু গাছের চারা বিতরণ করা হয়। রা/অ