শুক্রবার, ০৪ অক্টোব ২০২৪, সময় : ০৬:১৫ am
নিজস্ব প্রতিবেদক, বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলায় ঝড়ে উপড়ে যাওয়া একটি পাকুড়গাছের নিচে চাপা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত চার জন। মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আড়ানি ইউনিয়নের চকবাউশা গ্রামের রাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাঁচপাড়া গ্রামের মৃত বিরাজ উদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম (৩৫), মৃত মুরাদ আলীর ছেলে রাজু আহম্মেদ জালাল (৪০) ও মৃত হাশেম আলীর ছেলে সেন্টু আলী (৩০)। আহতরা হলেন একই গ্রামের শাহারুল (২৮), মুকুল (৪০), আজগর আলী (৫০) ও রুবেল (২২)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পাঁচপাড়া গ্রামের বাসিন্দা আড়ানি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় জাকিরুল, জালাল ও সেন্টুসহ কয়েকজন রাজার মোড়ে পাকুড়গাছের নিচে জালাল উদ্দিনের সার-কীটনাশকের এবং আজগর আলীর মিষ্টির দোকানে আশ্রয় নেন। ঝড়ের সময় পাকুড়গাছটি রাস্তার ওপর ভেঙে পড়ে। এতে দুটি দোকানে আশ্রয় নেওয়া লোকজন চাপা পড়ে দুজনের মৃত্যু এবং পাঁচ-ছয় জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আহত সেন্টুকে গাছের ডাল কেটে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, ‘গাছের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। তিন জনের মৃত্যু হয়েছে। চার জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।’
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘ঝড়ের সময় ওই গাছের নিচে দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তারা। পাশে চায়ের দোকানও ছিল। ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।’
এব্যাপারে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নিয়েছি আমরা। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’ রা/অ