শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৪:১৩ pm
ক্রীড়া ডেস্ক : ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া ৭ দিনের লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি বন্ধ থাকবে আন্তর্জাতিক ফ্লাইটও। যার কারণে আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি না খেলেই বাংলাদেশ ছাড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকা নারী দলকে। সোমবার ঢাকা ত্যাগ করেছেন প্রোটিয়া মেয়েরা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) যৌথ সম্মতিতে ১৩ এপ্রিল সিলেটে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ও বাংলাদেশ ইমার্জিং দলের মধ্যকার পঞ্চম ও শেষ ম্যাচটি বাতিল হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম নাদেল বলেছেন, ‘তারা আগামীকাল (১২ এপ্রিল) চলে যাচ্ছে।
কারণ ১৪ তারিখ থেকে দেশে কঠোর লকডাউন শুরু হবে এবং সেই সময় বিমান চলাচলও বন্ধ থাকবে।’ গত মার্চে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল ৫টি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসে। সবগুলো ম্যাচই প্রভাব বিস্তার করে জিতেছে স্বাগতিকরা। রোববার চতুর্থ ওয়ানডেতে ১১০ রানে জিতেছে স্বাগতিকরা। আজকের তানোর