শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:৪৮ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ও বগুড়ার করোনা রোগীদের চিকিৎসায় সেবায় যুক্ত হচ্ছে নতুন ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে (এনডব্লিউপিজিসিএল) করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদানের জন্যে ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছে।
সোমবার কোম্পানির প্রতিনিধিরা রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে এই হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেন। এই ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার মধ্যে ৩টি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও ২টি বগুড়ায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো হুমায়ুন কবীর ও এনডব্লিউপিজিসিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এ এম খোরশেদুল আলম।
অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল ও এনডব্লিউপিজিসিএল সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলামসহ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহী বিভাগের রামেক হাসপাতালে ১৪ টি, শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪টি, জয়পুরহাটে ১টি, বগুড়ায় ২টি, সিরাজগঞ্জে ১টি, পাবনায় ১টিসহ চাঁপাইনবাবগঞ্জে ১টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে। আজকের তানোর