বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২৩ pm
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
মোহনপুরে ২৯মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আনারস প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হোসেন বকুল নির্বাচনী তার ইশতেহার ঘোষনা করেছেন। সোমবার সন্ধায় (২৮ মে) প্রার্থীর সামপুরহাটস্থ নির্বাচনী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ১০ দফা ইশতেহার ঘোষনা করেন।
এসময় তিনি নির্বাচন পূর্ববর্তী ইশতেহারে বলেন আমি নির্বাচিত হলে-মোহনপুর উপজেলাকে শান্তিময় বাসযোগ্য ও স্মার্ট হিসেবে গড়ে তোলা, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সুনজরদান, বেকারত্ব দূরীকরণে যুবকদের প্রশিক্ষণের সুব্যবস্থা করণ, সরকারি ভরাট পুকুর এবং নদীনালা সংস্কার করার সুব্যবস্থাসহ ১০দফা ইশতেহার ঘোষনা করেন। এসময় তিনি আরো বলেন আজ মোহনপুরে আমার আনারস প্রতিকের নির্বাচনী বিশাল জনসভা ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা হলো না। এজন্য উপজেলাবাসীর কাছে গণমাধ্যমের মাধ্যমে আনারস প্রতিকে ভোট প্রার্থনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক খোন্দকার সামশুল আলমসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
সাংবাদিকদের মধ্যে দৈনিক সোনার দেশের মোহনপুর প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক আমাদের রাজশাহীর স্টাফ রিপোর্টার রুবেল সরকার, দৈনিক সানশাইনের নিজস্ব প্রতিবেদক মোহনপুর সাদিকুল ইসলাম, মোহনপুর প্রতিনিধি রাসেল সরকার, দৈনিক নতুন প্রভাতের মোহনপুর প্রতিনিধি মুত্তাকিন আলম সোহেল, উত্তরা প্রতিদিনের মোহনপুর প্রতিনিধি শরিফুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। রা/অ