রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪৯ am
মো. মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিবেদক :
রাজশাহীর তানোরে অবৈধ মাদকদ্রব্য হিরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাজশাহী পুলিশ সুপার মো. সাইফুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় ডিবির ওসি মুহাম্মদ রুহুল আমিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আব্দুল করিমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের গ্র্রেফতার করা হয়।
সোমবার ২৭ মে দুপুর পৌনে এক ঘটিকার সময় রাজশাহী জেলার তানোর থানাধীন তানোর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা শরিফা খাতুন (৪৩) ও একই গ্রামের বাসিন্দা ইমরান হোসেন (২৫) গ্রেফতার হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শরিফা খাতুনের স্বামী আকরাম হোসেনের বিল্ডিং বাড়ির মেইন গেটের সামনে কাঁচা রাস্তার উপর হতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বাড়ি তানোর মধ্যপাড়া গ্রামে।
ধৃত আসামীদ্বয়ের নিকট হতে (৩০+২০) পঞ্চাশ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে জেলার তানোর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ৮(গ)/৪১ ধারায় মামলা রুজু হয়। যার নম্বর- ২৪। তারিখ ২৭ মে। রা/অ