বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ০৮:১৪ am
ডেস্ক রির্পোট :
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শনিবার (২৫ মে) রাত ৮টায় খুলনায় বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে দমকা হাওয়া। এদিকে আবহাওয়া অফিস রাত ৮টায় মোংলা সমুদ্রবন্দরের জন্য ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, রাত ৮টা থেকে খুলনায় দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ১০ মিনিটের মতো এ বৃষ্টি বিরাজমান ছিল। এদিকে আবহাওয়া অফিস থেকে রাত ৮টায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য ৭নং বিপদ সংকেত দেখাতে বলেছে। রেমাল মোংলা বন্দর থেকে ৪০৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। রবিবার সকাল নাগাদ এটি উপকূল অতিক্রম করতে পারে।
ময়লাপোতা এলাকার আব্দুল কুদ্দুস বলেন, শনিবার ৮টায় হঠাৎ দমকা হাওয়া আসে। এরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।
ভ্যানে কাঁচামাল ব্যবসায়ী রমজান আলী বলেন, হঠাৎ বৃষ্টিতে গরম পরিবেশ শীতল হয়। কিন্তু দমকা হাওয়ায় শহরের সড়কের ধুলাবালি উড়ে নাস্তানাবুদ অবস্থা সৃষ্টি হয়। সূত্র : বাংলা ট্রিবিউন