রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩৫ am
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীর বাগমারায় সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীকে ভোট দেওয়ায় হামলা চালিয়ে এক কৃষক কুপিয়ে জখম করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। ওই কৃষকের নাম গোলাম মোস্তফা। আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দপাড়া ইউনিয়নের রামপুরপাঁথার গ্রামের কৃষক গোলাম মোস্তাফা সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টুকে (ঘোড়া) প্রতীকে ভোট দেন। নির্বাচনে জাকিরুল ইসলাম সান্টু ৪৮ হাজার ৩২৪ ভোট পেয়ে বিজয়ী হন। অপরদিকে বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার ওরুফে আর্ট বাবু (আনারস) প্রতীকে মাত্র ৪ হাজার ৩১৩ ভোট পেয়ে এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিমা আক্তার (মোটর সাইকেল) প্রতীকে মাত্র ২ হাজার ২৬৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
কিন্তু নির্বাচনে বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টুকে ভোট দেওয়ার অপরাধে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সিবুর মোড়ে একটি স্টলের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে ইস্পিন্ডিয়ারের নেতৃত্বে পরাজিত চেয়ারম্যান প্রার্থী নাসিমা আক্তারের ৪-৫ জন সমর্থক অতর্কিত হামলা চালিয়ে কৃষক গোলাম মেস্তফাকে হাসুয়া দিয়ে কুপিয়ে ও ছুরি দিয়ে মাথা, বুকে ও পেটে খুচিয়ে রক্তাক্ত জখম করে অজ্ঞান অবস্থায় পাকা রাস্তার উপর ফেলে রেখে হামলাকারিরা পালিয়ে যায় বলে আহত কৃষকের ছেলে বুলবুল হোসেন জানান। তিনি এখন হাসপাতালে বাবার চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন। চিকিৎসা গ্রহন শেষে বাবার উপর হামলার ঘটনায় মামলা করবেন বলেও তিনি জানান।
এবিষয়ে থানার ওসি অরবিন্দ সরকার বলেন, কৃষকের উপর হামলার ঘটনার খবর পাওয়া মাত্র হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জকে বিষয়টি তদন্ত করে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রা/অ