রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:০৬ am
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
পূর্বশত্রুতার জের ধরে রাজশাহীর বাগমারায় এক কলেজ শিক্ষকের ২২টি আম গাছ ও চারটি কলা গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এতে ওই শিক্ষকের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় শনিবার থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, নরদাশ ইউনিয়নের মাদিলা গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে কলেজ শিক্ষক নজরুল ইসলামের সঙ্গে রাস্তার জমি নিয়ে প্রতিবেশি আব্দুর রাজ্জাক, শাকিম ও আবুল কালামসহ তাদের পক্ষের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে শত্রুতা করে রাতের আঁধারে নজরুল ইসলামের বাগানের ২২টি আম গাছ ও চারটি কলা গাছ কেটে ফেলে দূর্বৃত্তরা।
এর আগেও জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কলেজ শিক্ষক নহরুল ইসলাম ও তার ছেলে প্রকৌশলী হাসিবুল ইসলামকে হাসুয়া দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আব্দুল হাকিম ও তার ছেলে রাকিবসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়েছে।
থানার ওসি অরবিন্দ সরকার বলেন, বাগানের গাছ কেটে ফেলা এটি একটি অমানবিক ঘটনা। তদন্ত সাপেক্ষে এই ঘটনার মূল হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রা/অ