বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০৬:০৮ pm
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাত পোহালেই রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার মোট ১২২ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৯ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৬টি ইউনিয়ন ও দু’টি পৌরসভা নিয়ে গঠিত বৃহত্তর এ উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ১০ হাজার ৯৭৪ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৫৬ হাজার ৫৮২ ও মহিলা এক লাখ ৫৪ হাজার ৩৮৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছে মোট ৩ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মোট ১২২টি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ১২২ জন প্রিজাইডিং অফিসার, ৭৫০ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৯৭৫ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে আনসার ও পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম বলেন, বাগমারা উপজেলা পরিষদের ভোট গ্রহণের জন্য শান্তিপুর্ণ পরিবেশ বজায় রয়েছে। কেউ সহিংসতা ও নাশকতা ঘটানোর চেষ্টা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিবে।
এবারের নির্বাচনে রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু (ঘোড়া), বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার ওরুফে আর্ট বাবু (আনারস) এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিমা আক্তার (মোটর সাইকেল) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে। এবারের নির্বাচনে কাকে হারিয়ে কে নির্বাচিত হবেন তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে সাধারণ ভোটারদের ধারনা জাকিরুল ইসলাম সান্টু, আব্দুর রাজ্জাক সরকার ওরুফে আর্ট বাবু ও নাসিমা আক্তারের মধ্যে এবার ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবার মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ভবানীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ আক্তার বেবি (প্রজাপতি), বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কোহিনুর বানু (কলস) এবং বাগমারা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মচমইল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপিকা শাহিনুর খাতুন (ফুটবল)। এদিকে আউচপাড়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রা/অ