শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১৬ am
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক (চাঁপাইনবাবগঞ্জ) :
লকডাউন ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর গোদাগাড়ীতে নূরানী কিন্ডারগার্টেন (কেজি) স্কুলে কোচিং করানোর দায়ে নূরানী কিন্ডারগার্টেন পরিচালক আব্দুল খালেকের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ নিয়ে পৌর এলাকার শ্রীমন্তপুরে নূরানী কিন্ডারগার্টেন (কেজি) স্কুলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম। এসময় হাতেনাতে নূরানী কিন্ডারগার্টেন পরিচালক আব্দুল খালেককে দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় সরকারি নির্দেশ অমান্য করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম বলেন, আগামীতে কিন্ডারগার্টেন (কেজি) স্কুল ও কোচিং বন্ধ রাখতে কঠোর নির্দেশনা ও সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আজকের তানোর