শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১২:২২ pm
নিজস্ব প্রতিবেদক :
চাকুরির পেছনে না ছুটে উদোক্তা হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. কাজী আবদুল ওয়াদুদ দারা (এমপি) বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি সমবায়ভিত্তিক দেশ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তাই বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে সামগ্রিকভাবে উন্নত করতে হলে সমবায়ভিত্তিক কৃষি ব্যবস্থা জোরদার করার কোন বিকল্প নেই।
শনিবার ( ১৮ মে) সকালে রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে পল্লী জীবিকায়ন প্রকল্পণ্ড৩য় পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে পান চাষি ও কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দুর্গাপুরের ৪০ এবং মোহনপুর ও বাগমারা উপজেলার ১০ করে ২০ জনসহ মোট ৬০ পান চাষিদের নিয়ে ৯ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে আগত পান চাষিদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের কর্মদক্ষতা ও কর্মস্পৃহা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পান জিআই পন্য হিসাবে স্বীকৃতি পেয়েছে যেটা সরকারের অনেক বড় একটি অর্জন।
এসময় পান চাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তি বিষয়ে তিনি বলেন, আপনারা সঠিকভাবে চাষ করেন, নায্য মূল্য পেতে যেসকল সমস্যা আছে তা নিয়ে প্রশাসন তথা সংশ্লিষ্ট দপ্তর কাজ করবে। আপনাদের নায্য মূল্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
বিআরডিবি’র মহাপরিচালক আবদুল গাফ্ফার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ময়নুল হাসান ও বিআরডিবি’র পল্লী জীবিকায়ন প্রকল্পণ্ড৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক মো. আলাউদ্দিন সরকার। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পান চাষি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পান চাষিদের হাতে অগ্নিনির্বাপক যন্ত্র তুলে দেওয়া হয়। রা/অ