বুধবা, ০৯ অক্টোব ২০২৪, সময় : ০৮:৪৬ am

সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন রাজশাহীতে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১৪ পাঁচ দফা দাবিতে হালকাযান চালক-শ্রমিকদের নগরীতে মানববন্ধন কোরআন ও হাদীসের আলোকে গীবত বা পরনিন্দা মহাপাপ : দুধরচকী রাকাবের আওয়ামীপন্থী শীর্ষ দুই নেতা বিএনপিপন্থী হওয়ার চেষ্টায় মরিয়া তানোরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আয়েশ উদ্দিন সভাপতি ও মতিউল সম্পাদক নির্বাচিত রাজশাহী চেম্বারের পরিচালনা পরিষদ ভেঙে নির্বাচন দাবি তানোরে বজ্রপাতে আদিবাসী কৃষকের মৃত্যু ফেসবুকে প্রেমের টানে ফিলিপাইনের দুই তরুণী তানোরে তৃতীয় বারের মতো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে সেরা রাসিক রাজশাহী বিভাগের সব মণ্ডপ পাহারা দেবে বিএনপি রেলওয়ের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন চারশ বছরের পুরনো দুর্গাপুরের মারিয়া মসজিদ বিএমডিএর নতুন চেয়ারম্যান আসাদুজ্জামানকে সংবর্ধনা নাচোলে কিশোরকন্ঠ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দুর্গাপুরে বিনামূল্যে দেওয়া হচ্ছে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা বগুড়ার জেলা ছাত্রলীগের সভাপতি সজীব রাজশাহীতে গ্রেপ্তার গোদাগাড়ীতে এক সিরিঞ্জে একাধিক ছাগল-ভেড়ার টিকা ভরা মৌসুমে মধ্যবিত্তের পাতে ইলিশ নেই কেন? গেলো কই
গুলিস্তানের কাপড় অনলাইনে পাকিস্তানের বলে বিক্রি করেন তনি!

গুলিস্তানের কাপড় অনলাইনে পাকিস্তানের বলে বিক্রি করেন তনি!

ডেস্ক রির্পোট :
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় রোবাইয়াত ফাতেমা তনি। জনপ্রিয়তার পাশাপাশি তাকে নিয়ে আলোচনা-সমালোচনাও কম নয়। ফেসবুকে তাকে কেউ কটূ কথা বললেই তিনি পালটা জবাবটাও সেভাবেই দেন।

গত বছর থেকে অনলাইনে পোশাক বিক্রির ব্যবসা শুরু করেন তনি। এর কিছু দিনের মধ্যে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি কাপড়ের শোরুম গড়েন তিনি। রাতারাতি অনলাইনে পোশাক ব্যবসা করে এত শোরুম গড়ার পেছনে রহস্য কী এ নিয়ে অনেকের প্রশ্ন জাগে। এরমধ্যেই তনির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তিনি গুলিস্তান থেকে কাপড় কিনে সেগুলো পাকিস্তানের বলে অনলাইনসহ তার শোরুম থেকে বিক্রি করতেন।

প্রাথমিক পর্যায়ে এমনই প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুধু তাই নয়, গুলশান এক নম্বরের পুলিশ প্লাজার সানভি’স বাই তনি শোরুমটি বন্ধ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাকিস্তানি পোশাক আমদানির কাগজপত্র নিয়ে অধিদপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে।

সোমবার পুলিশ প্লাজায় সানভি’স বাই তনি শোরুমে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় কোনো চালান বা আমদানির কাগজপত্র দেখাতে পারেনি। মূলত কয়েকজন ভোক্তার আবেদনের প্রেক্ষিতে শুনানিতে হাজির হতে বলা হয় তনিকে। তিনি এ কথায় কর্ণপাত করেননি। পরে বাধ্য হয়ে এই অভিযান চালায় সংস্থাটি।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, শোরুমে পোশাকের পাশাপাশি অবৈধভাবে বিভিন্ন কসমেটিকসও বিক্রি করা হতো।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, আমরা বেশ কয়েকজন ভোক্তার কাছে অভিযোগ পেয়েছি, তারা পাকিস্তানি ড্রেস (পোশাক) অনলাইনে বিক্রি করে কিন্তু তারা ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেসদেয়। সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে।

এর পরিপ্রেক্ষিতে নোটিশ জারি করা হয় শুনানির জন্য, তিনি আসেননি। তাই আমরা অভিযানে এসেছি, অভিযানে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। আমরা শোরুম বন্ধ করে দিয়েছি। এরপর পোশাক আমদানির কাগজপত্র নিয়ে আসতে বলেছি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.