বুধবা, ১৮ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:২২ am
ডেস্ক রির্পোট :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এই রায় প্রদান করেন।
জানা যায়, জবি শিক্ষার্থী তিথি সরকার দীর্ঘদিন থেকে ধর্ম নিয়ে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তিথির বহিষ্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ করে।
২০২০ সালের ২৩ অক্টোবর আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে। এরপর ধর্ম অবমাননার পোস্ট দেওয়ায় ২০২০ সালের ৫ নভেম্বর মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আবু মুসা রিফাত।
মামলার বিবরণে প্রকাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তিথি সরকার। তিনি নিজের ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করেন। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। গত বছরের ১১ নভেম্বর নরসিংদীর মাধবদীর পাঁচদোনায় স্বামীর এক দূরসম্পর্কীয় আত্মীয়ের বাড়ি থেকে তিথি সরকারকে গ্রেপ্তার করা হয়। তার স্বামী শিপলু মল্লিককে গ্রেপ্তার করা হয় রাজধানীর কাপ্তান বাজার থেকে। রা/অ