বুধবা, ০৯ অক্টোব ২০২৪, সময় : ০৩:৪৮ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রবিবার (১২ মে)সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, নাচোল উপজেলা প্রেসক্লাবের ও নাচোল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নাচোল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম বাবু ।
বক্তাগন মায়েদের স্মৃতি চারণ করে বলেন, বর্তমানে প্রচলিত মা দিবসের সূচনা হয় ১৯০৮ সালে। গত শতাব্দীর শুরু দিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক স্কুলশিক্ষিকা অ্যানা জারভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করার কথা ভাবলেন। তার সে ভাবনা বাস্তবায়নের আগে ১৯০৫ সালের ৯ মে তিনি মারা যান।
তার মৃত্যুর পর মেয়ে অ্যানা এম জারভিস মায়ের শেষ ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করেন। বন্ধুবান্ধবকে নিয়ে ১৯০৮ সালে তার মা ফিলাডেলফিয়ার যে গির্জায় উপাসনা করতেন, সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মা দিবসের সূচনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, নাচোল প্রেসক্লাবের সভাপতি ওলিউর হক ডলার। এঅনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার (মা) নারীগন উপস্থিত ছিলেন। রা/অ