বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ১২:৫১ am
নিজস্ব প্রতিবেদক :
আগামীকাল বুধবার (৮ মে) ৬ষ্ঠ তম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে। এ ধাপে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলাসহ সারাদেশে ১৫০টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজশাহী জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, তানোর উপজেলায় চেয়ারম্যানপদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না আর স্বতন্ত্রপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
ভাইস চেয়ারম্যানপদে তানভীর আহমেদ ও সোহেলা রানা। তবে, নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১টি, ভোট কক্ষ ৪২৫টি। আর মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ১৭৩ জন। পুরো উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৮৪ হাজার ২৬৬ জন।
অন্যদিকে, গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৭টি, ভোট কক্ষ ৭১৫টি।
মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮১ হাজার ১৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪১ হাজার ৮৭০ জন ও নারী ভোটার ১ লক্ষ ৩৯ হাজার ২৮৯ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ১ জন।
৮ মে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হবে। ব্যালট পেপারের মাধ্যমে সম্পূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রা/অ