বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৫৭ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় ১২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। দুই উপজেলার ১২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্রও বৈধ হয়েছে।
গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাচাই করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার। এ সময় শুধু পবা উপজেলার চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
পবা উপজেলা পরিষদ নির্বাচনে বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, এএসএম মোস্তাফিজুর রহমান, মো. ওয়াজেদ আলী খাঁন, মো. ফারুক হোসেন ডাবলু, মো. সাইফুল বারী, ডেভিড রিচার্ড মুর্মু ও মো. এমদাদুল হক। এদের মধ্যে ডেভিড রিচার্ড মুর্মু কোন দল করেন না। অন্যরা আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের রাজনীতিতে সম্পৃক্ত।
মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনের বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন- এনামুল হক, আল-মোমিন শাহ গাবরু, আলমগীর মূর্শেদ রঞ্জু, মেহেবুব হাসান রাসেল ও আফজাল হোসেন বকুল। তাঁরাও সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দুই উপজেলার কোন ভাইস চেয়ারম্যান কিংবা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।
মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা সরকার অসীম কুমার প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাকিব হাছান খাঁন, সহকারী কমিশনার, সানিয়া বিনতে আফজালসহ অন্য কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি হবে ৯ থেকে ১১ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৩ মে। প্রচার-প্রচারণা শেষে ভোটগ্রহণ করা হবে আগামী ২৯ মে। রা/অ