শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০২:২৩ am
ক্রীড়া ডেস্ক :
ইনিংসের দ্বিতীয় বলে একটি রান নেন লিটন দাস। পরের ওভারে ব্লেসিং মুজারাবানিকে খেলতেই পারলেন না। জিম্বাবুয়ের পেসারের দ্বিতীয় বলে বোল্ড হলেন বাংলাদেশি ব্যাটার। ৩ বলে মাত্র ১ রানে বিদায় নিলেন লিটন।
বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে দিলো ১২৫ রানের লক্ষ্য। শক্তিমত্তায় এগিয়ে থাকা বাংলাদেশের জন্য এই রান করা খুব বেশি কঠিন হওয়ার কথা নয়।
কিন্তু ৪১ রানে সাত উইকেট হারানোর পর জিম্বাবুয়ের পাল্টা জবাব কিছুটা হলেও অবাক করার মতো ব্যাপার। ইনিংসের শেষ বলে ওয়েলিংটন মাসাকাদজা রান আউট হলে সফরকারীরা ১২৪ রানে অলআউট হয়েছে।
দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফউদ্দিন তিনটি উইকেট নেন। সমান সংখ্যক উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। সাইফউদ্দিন ইনিংসের শেষের আগের বলে মাসাকাদজাকে শর্ট ফাইন লেগে ক্যাচ বানালেও পায়েল নো বলের কারণে চতুর্থ উইকেট নিতে ব্যর্থ হন।
তারও আগে ক্লাইভ মাদান্দের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করে আম্পায়ারের ইতিবাচক সাড়া পান, কিন্তু রিভিউ নিয়ে জীবন পান সফরকারী ব্যাটার। তাকে শেষ পর্যন্ত থামান তাসকিন। ইনিংস সেরা ৪৩ রান করেন মাদান্দে ৩৯ বল খেলে। দ্বিতীয় সেরা ৩৩ রান আসে মাসাকাদজার ব্যাটে। অষ্টম উইকেটে দুজনের ৭৫ রানের জুটি বাংলাদেশকে হতাশ করে। সূত্র : বাংলাট্রিবিউন