শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৩১ pm
বেশি আবেগী হওয়া ঠিক হবে না! এমন তীব্র দাবদাহে বৃক্ষ রোপন করলে সে গাছের মোতামাতিসহ শুকিয়ে যাবে। ধরণীতে আষাঢ় আসুক! দু’টো চারা যদি রোপণ করেন তবে তখন কইরেন! এখন মাতামাতি করে পরিবেশ আর উত্তপ্ত কইরেন না!
এখন লোক দেখাতে চারা রোপন করলে গরম কমবে না বরং আরও বাড়বে! রোপনকৃত চারাগুলোর শুকনো লাঠি লাকড়িতে পরিনত হবে! কোন কাজ না থাকলে চিফ হিট অফিসারের কথা শুনে ঠান্ডা হোন। তাও নার্সারি থেকে চারাগুলো এনে হত্যাযজ্ঞ ঘটাইয়েন না। এই সময়ে বৃক্ষরোপণের হুজুগে সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে তা হচ্ছে-
ছাত্রলীগের রোপনকৃত (টার্গেটেড) ৫ লাখ চারা, অন্যান্য সংগঠনের রোপনকৃত চারা এবং ফেসবুকের আবেগপ্রবণ জাতির বপনকৃত চারা এই অসময়ে নার্সারির থেকে ক্রয় করলে, বৃক্ষরোপনের যে সময়টা উপযুক্ত তখন চারার ঘাটতি পরবে। পরিনামে আগামী বছরসমূহের গরম আরও বেড়েই চলবে! এখন বরং হাতপাখা চালিয়ে বোধ শীতল রাখুন।
আপনি অবেলায় দুবেলা ভাত খেতে পারেন কিন্তু শুষ্ক মাটিতে জোড়াজুড়ি করে বৃক্ষরোপণ করলে সেই গাছ বেঁচে থাকবে এবং আকাশমুখে বাড়বে সে আশা করলে আরেকবার দীর্ঘকাল নিয়ে গোসল করে আসুন। আগেই বেড়ে ওঠা তরতাজা গাছগুলোরও জীবন যায় যায় অবস্থা আর আপনি এই রুক্ষতায় গাছ রোপনের হুজুগে মেতেছেন-আপনাকে এমন বুদ্ধি দেয় কারা?
তারচেয়ে বরং ফেসবুকে রোপিত বৃক্ষের যত্ন নিন! তারচেয়েও ভালো হয়, অন্যের নামে নিন্দার করা যে গাছ নিজের মধ্যে বাড়িয়ে তুলছেন সেটা উপড়ে ফেলতে পারেন। বনের গাছ আপনাকে ছায়া দেবে কিন্তু মনের মধ্যে হিংসা-বিদ্বেষ, অহংকার-লোভের যে লতাপাতার ঝোপঝাড় তৈরি করেছেন তা পরিস্কার করে ফেলুন। অর্থ-বিত্ত-ক্ষমতার যে গরম দেখাচ্ছেন, মন থেকে তা সারিয়ে তুলুন কিংবা রূপের যে তেজ দেখাচ্ছেন তা লুকিয়ে ফেলুন-এতে কিছু গরম কমবে! লেখক, প্রাবন্ধিক, raju69alive@gmail. com