রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩৭ am
নিজস্ব প্রতিবেদক :
‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ এই স্লোগানে রাজশাহীতে দেশের প্রথম পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর হাজী মুহাম্মদ মুহসিন সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বেলুন উড়িয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
পেনশন কর্মসূচির প্রতি জনগণকে আগ্রহী করে তুলতে সারা দেশে সর্বজনীন পেনশন মেলার অংশ হিসাবে দেশের মধ্যে রাজশাহী থেকে এই মেলা শুরু হলো। মেলায় মোট ১২৫টি স্টল অংশ নেয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। এ সময় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘আমাদের সবার একসময় বয়স হয়ে যাবে। তখন আমরা কীভাবে চলব? যে মা এত কষ্ট করে সংসার চালায়, তার কী অবস্থা হবে? এ রকম কেউ চিন্তা করেছেন বাংলাদেশে? ৬০-৬৫ বছর হওয়ার পর আপনি কীভাবে বাঁচবেন, তখন তো নিজের স্বাস্থ্য, নিজের বেঁচে থাকা দরকার। ওই বয়সিদের কেউ গুরুত্ব দেয় না। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশে যারা বয়স্ক, অসহায়, সাধারণ মানুষ, তারা যখন অবসর গ্রহণ করবেন, বয়স হয়ে যাবে, তারা যেন নিরাপদে থাকে।’
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে সর্বজনীন পেনশন স্কিম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা। এ ছাড়া সর্বজনীন পেনশন স্কিমের প্রচারকৌশল বিষয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকি। রা/অ