রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০৪ am
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
‘প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে বাস্তবায়ন করতে বাগমারায় প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনী-২০২৪ উদ্বোধন করা হয়েছে। রাজশাহী-৪, বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এউপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় বাগমারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ বাস্তবায়ন কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হাবিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ আহসান হাবিব, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল ও তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপু প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ওয়াহেদুর রহমান। পরে বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রা/অ