বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩৮ pm
ডেস্ক রির্পোট :
সারাদেশে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় ৯৬ হাজার ৭৩৬ শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে। যা চলবে ৯ মে পর্যন্ত। এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৬ হাজার ৭৩৬ শূন্যপদের পদভিত্তিক তালিকা এনটিআরসিএর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে ১৭ এপ্রিল প্রকাশিত হবে। একইদিন দুপুর ১২টা থেকে আবেদন করা যাবে।
আবেদনকারীর যোগ্যতা :
আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতাসম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে; এনটিআরসিএর প্রকাশিত সম্মিলিত মেধাতালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা-২০০৬ (সংশোধিত ২০১৫)-এর বিধি ১০(১) মোতাবেক বৈধ সনদধারী হতে হবে। সূত্র : ঢাকাপোস্ট